আমরা Mad Balikas—কণ্ঠে, কথায়, কাহিনিতে আমরা শিকড়ের খোঁজ করি। আমাদের কথকতা, পডকাস্ট, গল্পে, শ্রুতিনাটকে ধরা পড়ে বাংলার বহু শতাব্দীর যাত্রা।
আমরা বলি তাঁদের কথা যাঁরা সিংহাসনে বসেননি, মানুষ নিয়ে লাভ-লোকসানের অঙ্ক মেলাননি, কিন্তু রেখে গেছেন মাটির ঘ্রাণ, গান আর গল্প।
আমরা বিশ্বাস করি এই সব সামান্য গল্পই হল আমাদের আত্মপরিচয়—যেখানে ইতিহাস, রান্নাঘর, লোকসংস্কৃতি আর বিদ্রোহ একসাথে জুড়ে যায়। আমরা মেয়েদের দল, আমরা সবার কথা বলি। কারণ আমরা জানি যত অবেলাই হোক, নীরবতা কোনও সমাধান নয়।
উন্মাদিনী আমরা বটে, যমদুয়ারে থাকি
মেয়েমানুষের কানাকড়ি যমেও দেয় যে ফাঁকি
পাগলী মোরা ঘরে দোরে কড়ায় দিব ঝাঁকি
ওগো কেউ তো বলুক কত কথা বলা আছে বাকি!
উন্মাদিনী পাগলী মোরা মনে দিব ঝাঁকি।